top of page

১৭. স্যানিটারি ব্যবস্থা

১৭.১ | সার্বজনীনগম্য স্থাপনার মোট টয়লেটের ন্যূনতম ৫ শতাংশ টয়লেট সার্বজনীনগম্য হতে হবে। তবে প্রতি তলায় অন্তত ১টি টয়লেটের সার্বজনীনগম্যতা নিশ্চিত করতে হবে।

 

১৭.২ | সার্বজনীনগম্য স্থাপনার প্রতিটি তলার অন্তত একটি সার্বজনীনগম্য টয়লেট নারী ও পুরুষ উভয়ের ব্যবহার উপযোগী হতে হবে। তবে প্রতিটি সার্বজনীনগম্য টয়লেট নারী ও পুরুষ উভয়ের ব্যবহার উপযোগী হলে তা অধিক গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

 

১৭.৩ | সার্বজনীনগম্য টয়লেটসমূহ সার্বজনীনগম্য চলাচলের পথের সাথে সরাসরি অথবা ন্যূনতম ১২০০ মিলিমিটার (প্রায় ৪ ফিট) বাধামুক্ত প্রস্থ বিশিষ্ট পথ দ্বারা সংযুক্ত থাকবে।

 

১৭.৪ | সকল সার্বজনীনগম্য টয়লেটের প্রবেশপথ, প্রযোজ্য সার্বজনীনগম্য পরিষেবা নির্দেশক চিহ্নের মাধ্যমে সুস্পষ্ট ভাবে চিহ্নিত হতে হবে।

 

১৭.৫ | একটি সার্বজনীনগম্য টয়লেটের কমোড কম্পার্টমেন্ট-এর ন্যূনতম দৈর্ঘ্য ১৭৫০ মিলিমিটার (প্রায় ৫.৭৫ ফিট) ও প্রস্থ ১৫০০ মিলিমিটার (প্রায় ৫ ফিট) হতে হবে।

 

১৭.৬ | সার্বজনীনগম্য টয়লেটের প্রতিটি দরজা, ফিক্সচার, গ্র্যাববার সার্বজনীন ব্যবহার উপযোগী হতে হবে এবং টয়লেটের প্রতিটি কম্পার্টমেন্টে সার্বজনীন ব্যবহার উপযোগী জরুরি কল বেল থাকতে হবে।

 

ওয়াশ বেসিন

 

১৭.৭ | সার্বজনীন ব্যবহার উপযোগী ওয়াশ বেসিনের প্রস্থের মধ্যবিন্দু পার্শ্ববর্তী দেয়াল থেকে ন্যূনতম ৪৬০ মিলিমিটার (প্রায় ১৮ ইঞ্চি) দূরত্বে থাকবে।

 

১৭.৮ | সার্বজনীন ব্যবহার উপযোগী ওয়াশ বেসিন সংলগ্ন মেঝেতে, ১২০০ মিলিমিটার (প্রায় ৪ ফিট) দৈর্ঘ্য এবং ওয়াশ বেসিন সমান্তরালে ৭৫০ মিলিমিটার (প্রায় ২.৫ ফিট) প্রস্থ বিশিষ্ট একটি বাধামুক্ত স্থান নিশ্চিত করতে হবে। তবে মেঝে থেকে ন্যূনতম ৬৮০ মিলিমিটার (প্রায় ২৭ ইঞ্চি) উচ্চতায় ওয়াশ বেসিনটি, মেঝের বাধামুক্ত স্থানটির দৈর্ঘ্য বরাবর সর্বোচ্চ ৪৮০ মিলিমিটার (প্রায় ১৯ ইঞ্চি) দূরত্ব পর্যন্ত ভিতরে চলে আসতে পারবে।

 

১৭.৯ | সার্বজনীন ব্যবহার উপযোগী ওয়াশ বেসিনের উপরিতল, সংলগ্ন মেঝে থেকে সর্বোচ্চ ৮৫০ মিলিমিটার (প্রায় ৩৪ ইঞ্চি) উচ্চতায় অবস্থিত হতে পারবে।

 

১৭.১০ | সার্বজনীন ব্যবহার উপযোগী ওয়াশ বেসিনের নিচে হাঁটু রাখার জন্য ন্যূনতম ৭৫০ মিলিমিটার (প্রায় ২.৫ ফিট) প্রস্থ বিশিষ্ট একটি বাধামুক্ত খালি জায়গা থাকতে হবে যার গভীরতা, বেসিনের বাইরের প্রান্ত থেকে ভিতরের দিকে ন্যূনতম ২০০ মিলিমিটার (প্রায় ৮ ইঞ্চি) এবং উচ্চতা, মেঝে থেকে বেসিনের নিচের তল পর্যন্ত ন্যূনতম ৬৮০ মিলিমিটার (প্রায় ২৭ ইঞ্চি) হবে। হাঁটু রাখার স্থানটির সামনে, পায়ের পাতা রাখার জন্য ন্যূনতম ৭৫০ মিলিমিটার (প্রায় ২.৫ ফিট) প্রস্থ, ২৩০ মিলিমিটার (প্রায় ৯ ইঞ্চি) গভীরতা, এবং মেঝে থেকে ২৩০ মিলিমিটার (প্রায় ৯ ইঞ্চি) উচ্চতা বিশিষ্ট অতিরিক্ত বাধামুক্ত খালি জায়গা থাকতে হবে।

aaa basin.png

চিত্র ১৭.১ সার্বজনীন ব্যবহার উপযোগী ওয়াশ বেসিন

১৭.১১ | সার্বজনীন ব্যবহার উপযোগী ওয়াশ বেসিনের পানির কল এবং অন্যান্য যন্ত্রাংশ স্বয়ংক্রিয় বা লিভার ধরণের হতে পারবে এবং প্রতিটি কল বা যন্ত্রাংশ যেন হাতের বা আঙ্গুলের কোনও জটিল বা সূক্ষ্ম প্রক্রিয়া ছাড়া এক হাত দিয়ে ব্যবহার করা যায় এমন হতে হবে।

 

১৭.১২ | সার্বজনীন ব্যবহার উপযোগী ওয়াশ বেসিনে গরম পানির ব্যবস্থা থাকলে যথাযথ তাপ নিরোধক ব্যবস্থাও থাকতে হবে।

 

কমোড

 

১৭.১৩ | সার্বজনীন ব্যবহার উপযোগী কমোডের মধ্যবিন্দু, পার্শ্ববর্তী দেয়াল বা বাধা থেকে ৪৬০ মিলিমিটার থেকে ৪৮০ মিলিমিটার (প্রায় ১৮ ইঞ্চি থেকে ১৯ ইঞ্চি) দূরত্বে থাকবে।

 

১৭.১৪ | হুইলচেয়ার ব্যবহারকারীর হুইলচেয়ার থেকে কমোডে স্থান পরিবর্তন নিশ্চিত করতে সার্বজনীন ব্যবহার উপযোগী কমোডের সম্মুখ প্রান্ত, পিছনের দেয়াল থেকে ন্যূনতম ৭৫০ মিলিমিটার (প্রায় ২.৫ ফিট) দূরত্বে থাকবে।

 

১৭.১৫ | সার্বজনীন ব্যবহার উপযোগী কমোডের বসার তলটি মেঝে থেকে ৪৫০ মিলিমিটার থেকে ৪৮০ মিলিমিটার (প্রায় ১৭.৫ ইঞ্চি থেকে ১৯ ইঞ্চি) উচ্চতায় থাকবে।

 

১৭.১৬ | সার্বজনীন ব্যবহার উপযোগী কমোডের নিকটতম পার্শ্ববর্তী দেয়ালে একটি আনুভূমিক ও একটি উলম্ব সার্বজনীন ব্যবহার উপযোগী গ্র্যাববার থাকতে হবে। আনুভূমিক গ্র্যাববারটির নিম্নতল, কমোডে বসার তলটি হতে ২৮০ মিলিমিটার থেকে ৩০০ মিলিমিটার (প্রায় ১১ ইঞ্চি থেকে ১২ ইঞ্চি) উচ্চতার মধ্যে থাকবে এবং গ্র্যাববারটি কমোডের পিছনের দেয়াল থেকে শুরু হয়ে কমোডের সম্মুখ প্রান্ত অতিক্রম করে সামনের দিকে ন্যূনতম ৪৫০ মিলিমিটার (প্রায় ১৮ ইঞ্চি) পর্যন্ত বর্ধিত হবে। উলম্ব গ্র্যাববারটি ন্যূনতম ৬০০ মিলিমিটার (প্রায় ২ ফিট) দৈর্ঘ্য বিশিষ্ট হবে এবং কমোডের পিছনের দেয়াল হতে ন্যূনতম ৯০০ মিলিমিটার (প্রায় ৩ ফিট) দূরত্বে অবস্থান করবে। উলম্ব গ্র্যাববারটির নিম্নপ্রান্ত, সংলগ্ন আনুভূমিক গ্র্যাববারের নিম্ন প্রান্তের সাথে একই উচ্চতায় থাকবে।

 

১৭.১৭ | সার্বজনীন ব্যবহার উপযোগী কমোডের হুইলচেয়ার থেকে কমোডে স্থান বদলের পাশটিতে একটি আনুভূমিক গ্র্যাববার থাকতে হবে যা প্রয়োজনে উপরের দিকে ভাঁজ করে তুলে রাখা সম্ভব। ভাঁজযোগ্য গ্র্যাববারটির কমোডের পাশের প্রান্তটি কমোডের মধ্যবিন্দু থেকে ৩৮০ মিলিমিটার হতে ৪০০ মিলিমিটার (প্রায় ১৫ ইঞ্চি থেকে ১৬ ইঞ্চি) দূরত্বের মধ্যে থাকবে, এবং মেঝে থেকে বারটির উচ্চতা কমোডের অন্যান্য আনুভূমিক গ্র্যাববার এর উচ্চতার সমান হবে। ভাঁজযোগ্য গ্র্যাববারটি কমোডের সম্মুখ প্রান্ত অতিক্রম করে সামনের দিকে সর্বোচ্চ ১০০ মিলিমিটার (প্রায় ৪ ইঞ্চি) পর্যন্ত বর্ধিত হতে পারবে।

Asset 31_600x.png

চিত্র ১৭.২ সার্বজনীন ব্যবহার উপযোগী কমোড

১৭.১৮ | সার্বজনীন ব্যবহার উপযোগী কমোডের ফ্ল্যাশ কন্ট্রোলারটি স্বয়ংক্রিয় বা লিভার ধরণের হতে পারবে এবং হুইলচেয়ার থেকে কমোডে স্থান বদলের পাশটিতে, মেঝে থেকে ৬০০ মিলিমিটার থেকে ১০০০ মিলিমিটার (প্রায় ২৪ ইঞ্চি থেকে ৪০ ইঞ্চি) উচ্চতায় অবস্থিত থাকবে।

 

১৭.১৯ | সার্বজনীন ব্যবহার উপযোগী কমোডে ফ্ল্যাশ ট্যাংক, কমোড লিড, বা অন্য কোনও আনুষঙ্গিক ব্যবস্থার মাধ্যমে পিছনে হেলান দেয়ার সুবিধা থাকতে হবে।

xx cover3dArtboard 1box.png

চিত্র ১৭.৩ সার্বজনীনগম্য কমোড কম্পার্টমেন্ট

ইউরিনাল

 

১৭.২০ | সার্বজনীনগম্য টয়লেটে ইউরিনাল ব্যবস্থা থাকলে, ন্যূনতম একটি ইউরিনাল সার্বজনীন ব্যবহার উপযোগী হতে হবে।

 

১৭.২১ | সার্বজনীন ব্যবহার উপযোগী ইউরিনাল দেয়ালে ঝোলানো ধরনের হতে হবে এবং সংলগ্ন দেয়ালটি থেকে সামনের দিক বরাবর মেঝেতে ১২০০ মিলিমিটার (প্রায় ৪ ফিট) দৈর্ঘ্য এবং ৭৫০ মিলিমিটার (প্রায় ২.৫ ফিট) প্রস্থ বিশিষ্ট বাধামুক্ত সমতল স্থান থাকতে হবে।

 

১৭.২২ | সার্বজনীন ব্যবহার উপযোগী ইউরিনালের রিম এর উচ্চতা মেঝে থেকে সর্বোচ্চ ৪০০ মিলিমিটার (প্রায় ১৮ ইঞ্চি) পর্যন্ত হতে পারবে।

 

১৭.২৩ | সার্বজনীন ব্যবহার উপযোগী ইউরিনাল সংলগ্ন দেয়ালে ইউরিনালের উভয়পাশে দুইটি উলম্ব গ্র্যাববার থাকতে হবে, যাদের ইউরিনালের দিকের প্রান্ত থেকে ইউরিনালের মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব ৩৭৫ মিলিমিটার (প্রায় ১৫ ইঞ্চি) হবে। গ্র্যাববার দুইটির দৈর্ঘ্য ন্যূনতম ৬০০ মিলিমিটার (প্রায় ২ ফিট) হতে হবে এবং তাদের মধ্যবিন্দু মেঝে থেকে ন্যূনতম ১২০০ মিলিমিটার (প্রায় ৪ ফিট) উচ্চতায় থাকবে।

 

১৭.২৪ | সার্বজনীন ব্যবহার উপযোগী ইউরিনালটি আড়াল করার জন্য ব্যবহৃত দেয়াল বা পর্দা ও ইউরিনালের উলম্ব গ্র্যাববার এর মধ্যবর্তী দূরত্ব ন্যূনতম ১২০ মিলিমিটার (প্রায় ৫ ইঞ্চি) হতে হবে।

 

টয়লেটের গ্র্যাববার

 

১৭.২৫ | সার্বজনীনগম্য টয়লেটে ব্যবহৃত সকল গ্র্যাববার সার্বজনীন ব্যবহার উপযোগী এবং ন্যূনতম ৬০০ মিলিমিটার (প্রায় ২ ফিট) দৈর্ঘ্য বিশিষ্ট হতে হবে।

 

১৭.২৬ | সার্বজনীনগম্য টয়লেটে পাশাপাশি অবস্থিত সকল আনুভূমিক ও উলম্ব গ্র্যাববার সমূহ পরস্পর সংযুক্ত হয়ে নিরবচ্ছিন্নভাবে অবস্থান করলে তা অধিক গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

 

জরুরি কল বেল

 

১৭.২৭ | সার্বজনীনগম্য টয়লেটের প্রতিটি কম্পার্টমেন্টে, মেঝে হতে ৬০০ মিলিমিটার থেকে ৬৫০ মিলিমিটার (প্রায় ২৪ ইঞ্চি থেকে ২৬ ইঞ্চি) উচ্চতায়, ‘পুশ বা পুল কর্ড’ ধরণের, পানি নিরোধী জরুরি কল বেল-এর বোতাম থাকতে হবে।

 

১৭.২৮ | সার্বজনীনগম্য টয়লেটের জরুরি কল বেল-এর ঘন্টাটি এমন স্থানে থাকতে হবে যেন জরুরি অবস্থায় দ্রুততম সময়ে সহায়তা প্রদানের ব্যবস্থা করা যায়।

 

টয়লেটের আনুষঙ্গিক উপকরণ

 

১৭.২৯ | সার্বজনীনগম্য টয়লেটের ডিস্পেন্সার, টাওয়েল রেইল, ময়লার ঝুড়ি মেঝে থেকে ১০০০ মিলিমিটার থেকে ১২০০ মিলিমিটার (প্রায় ৪০ ইঞ্চি থেকে ৪৮ ইঞ্চি) উচ্চতায় থাকবে।

 

১৭.৩০ | সার্বজনীনগম্য টয়লেটের আয়নার নিচের প্রান্ত, মেঝে থেকে সর্বোচ্চ ১০০০ মিলিমিটার (প্রায় ৪০ ইঞ্চি) উচ্চতায় থাকবে।

 

টয়লেটের দরজা

 

১৭.৩১ | সার্বজনীনগম্য টয়লেট ও টয়লেটের প্রতিটি কম্পার্টমেন্টের দরজা সার্বজনীন ব্যবহার উপযোগী হতে হবে এবং প্রতিটি দরজা ভিতর থেকে বাইরের দিকে খোলার ব্যবস্থা থাকতে হবে।

 

১৭.৩২ । সার্বজনীনগম্য টয়লেটে ব্যবহৃত সার্বজনীন ব্যবহার উপযোগী দরজায় হাতলের পাশাপাশি আনুভূমিক গ্র্যাববার থাকতে হবে যার  উচ্চতা মেঝে হতে ৭২৫ মিলিমিটার থেকে ৭৫০ মিলিমিটার (প্রায় ২৮ ইঞ্চি থেকে ৩০ ইঞ্চি) এর মধ্যে হবে।

 

বাথটাব

 

১৭.৩৩ | সার্বজনীন ব্যবহার উপযোগী বাথটাব ন্যূনতম ১৫০০ মিলিমিটার (প্রায় ৫ ফিট) দৈর্ঘ্য বিশিষ্ট হতে হবে।

 

১৭.৩৪ | সার্বজনীন ব্যবহার উপযোগী বাথটাব সংলগ্ন মেঝেতে বাথটাবের দৈর্ঘ্য বরাবর ন্যূনতম ১২০০ মিলিমিটার (প্রায় ৪ ফিট) দৈর্ঘ্য এবং ন্যূনতম ৭৫০ মিলিমিটার (প্রায় ২.৫ ফিট) প্রস্থ বিশিষ্ট একটি বাধামুক্ত স্থান থাকতে হবে।

 

১৭.৩৫ | সার্বজনীন ব্যবহার উপযোগী বাথটাব এর সম্পূর্ণ দৈর্ঘ্য অথবা সম্পূর্ণ প্রস্থ জুড়ে ন্যূনতম ২৫০ মিলিমিটার (প্রায় ১০ ইঞ্চি) চওড়া একটি বসার ব্যবস্থা থাকতে হবে যার সামনের প্রান্ত থেকে পেছনের দিকে ন্যূনতম ৪০০ মিলিমিটার (প্রায় ১৫ ইঞ্চি) দূরত্ব পর্যন্ত বাধামুক্ত স্থান থাকতে হবে।

 

১৭.৩৬ | সার্বজনীন ব্যবহার উপযোগী বাথটাবের দৈর্ঘ্য সংলগ্ন দেয়ালে ন্যূনতম ৯০০ মিলিমিটার (প্রায় ৩ ফিট) দৈর্ঘ্য বিশিষ্ট একটি সার্বজনীন ব্যবহার উপযোগী আনুভূমিক গ্র্যাববার থাকতে হবে যার নিম্নতল, বাথটাবের রিম হতে ১৮০ মিলিমিটার থেকে ২৮০ মিলিমিটার (প্রায় ৭ ইঞ্চি থেকে ১১ ইঞ্চি) উচ্চতার মধ্যে থাকবে। আনুভূমিক গ্র্যাববারটির বিপরীত পাশে, বাথটাবের প্রস্থ সংলগ্ন দেয়ালে ন্যূনতম ৬০০ মিলিমিটার (প্রায় ২ ফিট) দৈর্ঘ্য বিশিষ্ট একটি সার্বজনীন ব্যবহার উপযোগী উলম্ব গ্র্যাববার থাকতে হবে যার নিম্নপ্রান্ত, আনুভূমিক গ্র্যাববারটির নিম্ন প্রান্তের সাথে একই উচ্চতায় থাকবে।

 

১৭.৩৭ | সার্বজনীন ব্যবহার উপযোগী বাথটাবের পানির কল গুলো লিভার জাতীয় হতে হবে, এবং বাথটাবের রিম থেকে সর্বোচ্চ ৪৫০ মিলিমিটার (প্রায় ১৮ ইঞ্চি) উচ্চতার মধ্যে অবস্থিত হবে।

 

১৭.৩৮ | সার্বজনীন ব্যবহার উপযোগী বাথটাবের শাওয়ার হেড নমনীয় পাইপ বিশিষ্ট এবং হাতে নিয়ে ব্যবহারযোগ্য হতে হবে।

 

১৭.৩৯ | সার্বজনীন ব্যবহার উপযোগী বাথটাব এবং বাথটাব সংলগ্ন মেঝে অপিচ্ছিল হতে হবে।

 

১৭.৪০ | সার্বজনীন ব্যবহার উপযোগী বাথটাব থেকে টয়লেটের অন্যান্য ফিক্সচারের ন্যূনতম দূরত্ব ৪৫০ মিলিমিটার (প্রায় ১৮ ইঞ্চি) হতে হবে।

xx cover3dArtboard 1xc3.png

চিত্র ১৭.৪ সার্বজনীন ব্যবহার উপযোগী বাথটাব

শাওয়ার স্টল

 

১৭.৪১ | সার্বজনীনগম্য শাওয়ার স্টলের অভ্যন্তরীণ দৈর্ঘ্য ন্যূনতম ১৫০০ মিলিমিটার (প্রায় ৫ ফিট) ও অভ্যন্তরীণ প্রস্থ ন্যূনতম ১৫০০ মিলিমিটার (প্রায় ৫ ফিট) হবে।

 

১৭.৪২ | সার্বজনীনগম্য শাওয়ার স্টলের মেঝে থেকে সর্বোচ্চ ৪৫০ মিলিলিটার (প্রায় ১৮ ইঞ্চি) উচ্চতায় ন্যূনতম ৭৫০ মিলিমিটার (প্রায় ২.৫ ফিট) দৈর্ঘ্যের ও ৪০০ মিলিমিটার (প্রায় ১৫ ইঞ্চি) প্রস্থের একটি বসার সিট থাকবে।

 

১৭.৪৩ | সার্বজনীনগম্য শাওয়ার স্টলের বসার সিটের সামনে মেঝেতে বসার সিটের দৈর্ঘ্য বরাবর ন্যূনতম ১৪০০ মিলিমিটার (প্রায় ৪.৫ ফিট) দৈর্ঘ্য ও ৯০০ মিলিমিটার (প্রায় ৩ ফিট) প্রস্থ বিশিষ্ট বাধামুক্ত খোলা জায়গা থাকতে হবে যার প্রস্থের পাশটিতে শাওয়ার স্টলে প্রবেশের পথটি অবস্থিত হবে।

 

১৭.৪৪ | সার্বজনীনগম্য শাওয়ার স্টলের মেঝে থেকে ৭০০ মিলিমিটার থেকে ৮০০ মিলিমিটার (প্রায় ২৮ ইঞ্চি থেকে ৩১ ইঞ্চি) উচ্চতায় বসার সিট বরাবর ন্যূনতম ৭৫০ মিলিমিটার (প্রায় ২.৫ ফিট) দৈর্ঘ্যের আনুভূমিক গ্র্যাববার এবং ন্যূনতম ৬০০ মিলিমিটার (প্রায় ২ ফিট) দৈর্ঘ্যের উলম্ব গ্র্যাববার দিতে হবে।

 

১৭.৪৫ | সার্বজনীনগম্য শাওয়ার স্টলের উলম্ব গ্র্যাববারটি বসার সিটের সম্মুখভাগ থেকে সামনের দিকে সর্বোচ্চ ৪৫০ মিলিমিটার (প্রায় ১৮ ইঞ্চি) দূরত্বে থাকতে পারবে।

 

১৭.৪৬ | সার্বজনীনগম্য শাওয়ার স্টলের শাওয়ার হেডটি বসার সিটের পিছনের দেয়াল থেকে সামনের দিকে সর্বোচ্চ ৫৮০ মিলিমিটার (প্রায় ২৩ ইঞ্চি) দূরত্বে এবং মেঝে থেকে সর্বোচ্চ ১২০০ মিলিমিটার (প্রায় ৪ ফিট) উচ্চতায় থাকতে পারবে।

 

১৭.৪৭ | সার্বজনীনগম্য শাওয়ার স্টলের শাওয়ার হেড নমনীয় পাইপ বিশিষ্ট এবং হাতে নিয়ে ব্যবহারযোগ্য হতে হবে।

 

১৭.৪৮ | সার্বজনীনগম্য শাওয়ার স্টলের পানির কল এবং অন্যান্য যন্ত্রাংশ স্বয়ংক্রিয় বা লিভার জাতীয় হতে পারবে।

 

১৭.৪৯ | সার্বজনীনগম্য শাওয়ার স্টলের মেঝে এবং বসার সিট অপিচ্ছিল হতে হবে।

 

১৭.৫০ | সার্বজনীনগম্য শাওয়ার স্টলের মেঝের বিভিন্ন তলের পার্থক্য ১০ মিলিমিটার (প্রায় ২/৫ ইঞ্চি) এর বেশি হবে না এবং তলসমূহের সংযুক্তকারি ঢাল ১:২ অনুপাতে হবে।

aaa shower.png

চিত্র ১৭.৫ সার্বজনীন ব্যবহার উপযোগী শাওয়ার স্টল

bottom of page