top of page

১৪. বসার ব্যবস্থা

১৪.১ | সার্বজনীনগম্য বসার ব্যবস্থা হুইলচেয়ারবান্ধব হতে হবে।

সার্বজনীনগম্য বসার ব্যবস্থায় সাধারণ আসনের পাশাপাশি হুইলচেয়ার ব্যবহারকারীর হুইলচেয়ার নিয়ে বসার জন্য উন্মুক্ত স্থান সংরক্ষিত রাখতে হবে।

 

১৪.২ | সার্বজনীনগম্য বসার ব্যবস্থায় সাধারণ আসন ও হুইলচেয়ার ব্যবহারকারীর জন্য সংরক্ষিত উন্মুক্ত স্থান উভয়েই এক সাথে পাশাপাশি থাকবে।

একজন হুইলচেয়ার ব্যবহারকারী ও তার সাথে আসা সাধারণ ব্যক্তি যেন একসাথে, একই তলে বসতে পারেন সেই জন্য দুই প্রকারের আসন ব্যবস্থাই পাশাপাশি রাখা প্রয়োজন।

 

১৪.৩ | সার্বজনীনগম্য বসার ব্যবস্থায় হুইলচেয়ার ব্যবহারকারীর জন্য সংরক্ষিত উন্মুক্ত স্থানগুলো সহজগম্য হতে হবে এবং প্রবেশ বা নির্গমন পথের যথাসম্ভব কাছে রাখতে হবে।

হুইলচেয়ার ব্যবহারকারীর হুইলচেয়ার চালিয়ে বেশি পথ পাড়ি দিতে হলে মাংসপেশীর উপর অনেক চাপ পড়ে।

 

১৪.৪ | সার্বজনীনগম্য বসার ব্যবস্থায় আসনগুলোতে হাতল বা গ্র্যাববার থাকতে হবে।

অসুস্থ, বৃদ্ধ বা প্রতিবন্ধী ব্যক্তির পক্ষে হাতল বা গ্র্যাববারের উপর ভর দিয়ে আসন থেকে উঠে দাঁড়ানো সহজ হয়।

bottom of page