top of page

২. সার্বজনীনগম্যতার ন্যূনতম সংস্থান

২.১ | কাউন্টার পরিষেবা সম্বলিত গণব্যবহার উপযোগী সকল স্থাপনায় ন্যূনতম ১টি সার্বজনীনগম্য কাউন্টার পরিষেবার ব্যবস্থা থাকতে হবে।

 

২.২ | মেস, বোর্ডিং হাউজ, ডরমিটরি, হোস্টেল জাতীয় আবাসিক স্থাপনায় প্রতি ১০০টি আবাসিক কক্ষের মধ্যে ন্যূনতম ১টি কক্ষ সার্বজনীনগম্য হতে হবে। তবে মোট কক্ষ সংখ্যা ১০০ এর কম হলেও অন্তত ১টি কক্ষের সার্বজনীনগম্যতা নিশ্চিত করতে হবে।

 

২.৩ | হোটেল, লজিং হাউজ জাতীয় আবাসিক স্থাপনায় প্রতি ২০০টি আবাসিক কক্ষের মধ্যে ন্যূনতম ১টি কক্ষ সার্বজনীনগম্য হতে হবে। তবে মোট কক্ষ সংখ্যা ২০০ এর কম হলেও অন্তত ১টি কক্ষের সার্বজনীনগম্যতা নিশ্চিত করতে হবে।

 

২.৪ | স্থায়ী আসন বিশিষ্ট গণব্যবহার উপযোগী সকল সমাবেশ স্থলে প্রতি ১৫০টি আসনের মধ্যে ন্যূনতম ১টি আসনের স্থান, হুইলচেয়ার ব্যবহারকারীর জন্য উন্মুক্ত রাখতে হবে। তবে মোট আসন সংখ্যা ১৫০ এর কম হলেও অন্তত ১টি সংরক্ষিত স্থান নিশ্চিত করতে হবে।

 

২.৫ | স্থায়ী আসন বিশিষ্ট গণব্যবহার উপযোগী সকল খাওয়ার স্থানে প্রতি ১০টি আসনের মধ্যে ন্যূনতম ১টি আসনের স্থান, হুইলচেয়ার ব্যবহারকারীর জন্য উন্মুক্ত রাখতে হবে। তবে মোট আসন সংখ্যা ১০ এর কম হলেও অন্তত ১টি সংরক্ষিত স্থান নিশ্চিত করতে হবে।

 

২.৬ | গণব্যবহার উপযোগী সকল স্টেডিয়াম, গণ সুইমিং পুল, গণ ব্যায়ামাগার, ক্রীড়া কেন্দ্র জাতীয় স্থাপনায় নারী ও পুরুষের জন্য আলাদা ভাবে ন্যূনতম ১টি করে সার্বজনীনগম্য শাওয়ার স্টল এবং ১টি করে সার্বজনীনগম্য টয়লেট এর ব্যবস্থা থাকতে হবে।

 

২.৭ | সকল সার্বজনীনগম্য স্থাপনায় প্রতি ১০০টি টয়লেটের মধ্যে ন্যূনতম ৫টি টয়লেট সার্বজনীনগম্য হতে হবে। তবে স্থাপনার প্রতি তলায় অন্তত ১টি টয়লেটের সার্বজনীনগম্যতা নিশ্চিত করতে হবে।

bottom of page