top of page

১৫. খাওয়ার স্থান

১৫.১ | সার্বজনীনগম্য খাওয়ার স্থান স্থায়ী আসন বিশিষ্ট হলে প্রতি ১০টি আসনের মধ্যে ন্যূনতম ১টি আসনের স্থান, হুইলচেয়ার ব্যবহারকারীর জন্য উন্মুক্ত রাখতে হবে এবং মোট আসন সংখ্যা ১০ এর কম হলেও অন্তত ১টি সংরক্ষিত স্থান নিশ্চিত করতে হবে।

 

১৫.২ | সার্বজনীনগম্য খাওয়ার স্থানে হুইলচেয়ার ব্যবহারকারীর জন্য সংরক্ষিত স্থানগুলোর অবস্থান, দিক নির্দেশক চিহ্ন দ্বারা চিহ্নিত থাকতে হবে এবং খাওয়ার স্থানের প্রবেশ পথ থেকে চিহ্নগুলো সুস্পষ্টভাবে দৃশ্যমান হতে হবে।

 

১৫.৩ | হুইলচেয়ার ব্যবহারকারীর জন্য সংরক্ষিত খাওয়ার টেবিল সার্বজনীন ব্যবহার উপযোগী হতে হবে এবং স্পষ্টভাবে সার্বজনীনগম্যতার প্রতীক দ্বারা চিহ্নিত থাকতে হবে।

 

১৫.৪ | হুইলচেয়ার ব্যবহারকারীর জন্য সংরক্ষিত সার্বজনীন ব্যবহার উপযোগী খাওয়ার টেবিলে হুইলচেয়ারের জন্য উন্মুক্ত স্থান এর পাশাপাশি সাধারণ আসনের ব্যবস্থাও থাকতে হবে।

একজন হুইলচেয়ার ব্যবহারকারী ও তার সাথে আসা সাধারণ ব্যক্তি যেন একসাথে, একই টেবিলে বসতে পারেন সেই জন্য দুই প্রকারের আসন ব্যবস্থাই রাখা প্রয়োজন।

 

১৫.৫ | সার্বজনীন ব্যবহার উপযোগী খাওয়ার টেবিলের উপরিতল, মেঝে থেকে সর্বোচ্চ ৮০০ মিলিমিটার (প্রায় ৩১ ইঞ্চি) উচ্চতায় হতে পারবে।

৮০০ মিলিমিটারের বেশি উচ্চতার টেবিল হলে হুইলচেয়ার ব্যবহারকারী ব্যক্তির পক্ষে হুইলচেয়ারে বসে খাওয়া কষ্টকর হবে।

 

১৫.৬ | সার্বজনীন ব্যবহার উপযোগী খাওয়ার টেবিলের নিচে, প্রত্যেক হুইলচেয়ার ব্যবহারকারীর জন্য ন্যূনতম ৯০০ মিলিমিটার (প্রায় ৩৬ ইঞ্চি) প্রস্থ বিশিষ্ট বাধামুক্ত খালি জায়গা থাকতে হবে যার গভীরতা, টেবিলের প্রান্ত থেকে ভিতরের দিকে ন্যূনতম ৪৮০ মিলিমিটার (প্রায় ১৯ ইঞ্চি) এবং উচ্চতা, মেঝে থেকে টেবিলের নিচের তল পর্যন্ত ন্যূনতম ৭০০ মিলিমিটার (প্রায় ২৮ ইঞ্চি) হবে।

টেবিলের নিচের বাধামুক্ত জায়গাটি ৯০০ মিলিমিটারের চাইতে কম প্রস্থ বিশিষ্ট, ৪৮০ মিলিমিটারের চাইতে কম গভীরতা সম্পন্ন বা ৭০০ মিলিমিটারের চাইতে কম উচ্চতাবিশিষ্ট হলে, হুইলচেয়ার ব্যবহারকারীর টেবিলের নিচে পা রাখতে অসুবিধা হয়।

aaa tables2.png

চিত্র ১৫.১ সার্বজনীনগম্য খাওয়ার স্থানের টেবিল ও বসার ব্যবস্থা

১৫.৭ | সার্বজনীন ব্যবহার উপযোগী খাওয়ার টেবিলের প্রত্যেক ব্যবহারকারীর জন্য টেবিলের প্রান্ত বরাবর ন্যূনতম ৭৫০ মিলিমিটার (প্রায় ৩০ ইঞ্চি) জায়গা রাখতে হবে।

একজন মানুষের স্বাচ্ছন্দ্যের সাথে বসে খাওয়ার জন্য টেবিলের ধার বরাবর কমপক্ষে ৭৫০ মিলিমিটার জায়গার প্রয়োজন হয়।

১৫.৮ | সার্বজনীনগম্য খাওয়ার স্থানে প্রতিটি চলাচলের পথের বাধামুক্ত প্রস্থ ন্যূনতম ১২০০ মিলিমিটার (প্রায় ৪ ফিট) হতে হবে।

একজন হুইলচেয়ার ব্যবহারকারীর পাশ দিয়ে আরেকজন মানুষের হেঁটে যাওয়ার জন্য কমপক্ষে ১২০০ মিলিমিটার জায়গার প্রয়োজন হয়।

bottom of page