৫. দেয়াল, মেঝে ও তলের ধরণ
৫.১ | সার্বজনীনগম্য স্থাপনার সার্বজনীনগম্য অংশের সকল দেয়াল, মেঝে ও তল মসৃণ হতে হবে এবং প্রতিটি তলের কিনারা, প্রান্ত ও কোণ ধারালো বা তীক্ষ্ণ অংশ মুক্ত হতে হবে।
৫.২ | সার্বজনীনগম্য স্থাপনার সকল সার্বজনীনগম্য অংশের মেঝে অথবা স্কার্টিং এর রঙ, সংলগ্ন দেয়ালের সাপেক্ষে আলাদা করে বোঝা যায় এমন হবে।
৫.৩ | সার্বজনীনগম্য স্থাপনার সকল সার্বজনীনগম্য অংশের মেঝে দৃঢ়, সুষম ও অপিচ্ছিল হতে হবে।
৫.৪ | সার্বজনীনগম্য স্থাপনার মেঝের উপরিতল শুকনা ও ভেজা উভয় অবস্থায় অপিচ্ছিল থাকে এমন পদার্থ দ্বারা নির্মিত হতে হবে এবং ব্যবহৃত পদার্থের ঘর্ষণ গুণাঙ্ক ০.২ থেকে ০.৭৫ এর মধ্যে হবে।
৫.৫ | সার্বজনীনগম্য চলাচলের পথের মেঝেতে গ্রেটিং থাকলে তা মেঝের সাথে একই তলে অবস্থান করবে এবং গ্রেটিং এর ফাঁকা অংশ গুলো এমন ভাবে বিন্যস্ত থাকবে যেন তাদের দৈর্ঘ্যের দিকটি চলাচলের পথের দিকের সাথে উলম্ব ভাবে থাকে। গ্রেটিং এর প্রতিটি ফাঁকা অংশের প্রস্থ ১২ মিলিমিটার (প্রায় ১/২ ইঞ্চি) এর বেশি হতে পারবে না।
৫.৬ | সার্বজনীনগম্য চলাচলের পথের মেঝেতে ব্যবহৃত সতর্কতা সূচক ও দিক নির্দেশক সূচকের রঙ, পারিপার্শ্বিকের সাপেক্ষে আলাদা করে বোঝা যায় এমন হতে হবে।
সতর্কতা সূচক
৫.৭ | সার্বজনীনগম্য চলাচলের পথের মেঝেতে ব্যবহৃত সতর্কতা সূচক, স্পর্শ করে বোঝা যায় এমন ক্ষুদ্র ক্ষুদ্র উত্তল গাঁট বিশিষ্ট হতে হবে।
৫.৮ | সতর্কতা সূচকের প্রতিটি গাঁট, সমতল অগ্রভাগ বিশিষ্ট উত্তল মোচাকৃতির ন্যায় হবে। প্রতিটি গাঁটের ভিত-এর ব্যাস ৩৫ মিলিমিটার (প্রায় ১.৫ ইঞ্চি), উচ্চতা ৫ মিলিমিটার (প্রায় ১/৫ ইঞ্চি), এবং ৫ মিলিমিটার উচ্চতায় অবস্থিত সমতল অগ্রভাগটির ব্যাস ২৫ মিলিমিটার (প্রায় ১ ইঞ্চি) হবে।
৫.৯ | সতর্কতা সূচকের গাঁট সমূহ বর্গাকৃতিক বিন্যাসে থাকবে, এবং পাশাপাশি অবস্থিত দুইটি গাঁট-এর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ৪০ মিলিমিটার থেকে ৬০ মিলিমিটার (প্রায় ১.৫ ইঞ্চি থেকে ২.৫ ইঞ্চি) এর মধ্যে হবে।
চিত্র ৫.১ মেঝেতে ব্যবহৃত সতর্কতা সূচক
দিক নির্দেশক সূচক
৫.১০ | সার্বজনীনগম্য চলাচলের পথের মেঝেতে ব্যবহৃত দিক নির্দেশক সূচক, স্পর্শ করে বোঝা যায় এমন উত্তল রেখাকৃতির ফলক বিশিষ্ট হতে হবে।
৫.১১ | দিক নির্দেশক সূচকের প্রতিটি ফলকের দৈর্ঘ্য বরাবর দুই প্রান্ত গোলাকার হবে, এবং ফলকটি মেঝে থেকে ক্রমশ সরু হয়ে ৫ মিলিমিটার (প্রায় ১/৫ ইঞ্চি) পর্যন্ত উঁচু হবে। প্রতিটি ফলকের দৈর্ঘ্য মেঝেতে ২৮৫ মিলিমিটার (প্রায় ১১ ইঞ্চি) ও ৫ মিলিমিটার উচ্চতায় ২৭৫ মিলিমিটার (প্রায় ১০.৫ ইঞ্চি), এবং প্রতিটি ফলকের প্রস্থ মেঝেতে ৩৫ মিলিমিটার (প্রায় ১.৫ ইঞ্চি) ও ৫ মিলিমিটার উচ্চতায় ২৫ মিলিমিটার (প্রায় ১ ইঞ্চি) হবে।
৫.১২ | দিক নির্দেশক সূচকের ফলক সমূহ সমান্তরাল বিন্যাসে থাকবে, এবং পাশাপাশি অবস্থিত দুইটি ফলকের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ৬০ মিলিমিটার থেকে ৭৫ মিলিমিটার (প্রায় ২.৫ ইঞ্চি থেকে ৩ ইঞ্চি) এর মধ্যে হবে।
চিত্র ৫.২ মেঝেতে ব্যবহৃত দিক নির্দেশক সূচক