১৮. পার্কিং
১৮.১ | সার্বজনীনগম্য স্থাপনায় সার্বজনীনগম্য পার্কিং লটের অবস্থান, দিক নির্দেশক প্রতীক ও চিহ্ন দ্বারা চিহ্নিত থাকতে হবে এবং স্থাপনার গণ প্রবেশপথ ও সার্বজনীনগম্য চলাচলের পথ থেকে চিহ্নগুলো সুস্পষ্টভাবে দৃশ্যমান হতে হবে।
১৮.২ | সার্বজনীনগম্য স্থাপনার সার্বজনীনগম্য পার্কিং লটে মোট পার্কিং স্টলের সংখ্যা ৫০ বা তার কম হলে, পার্কিং লটের ন্যূনতম ১টি পার্কিং স্টল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত রাখতে হবে। মোট স্টল সংখ্যা ৫১ থেকে ৪৫০ এর মধ্যে হলে প্রথম ৫০টি স্টলের জন্য ১টি এবং পরবর্তী প্রতি ১০০টি স্টলের জন্য ১টি করে পার্কিং স্টল সংরক্ষিত রাখতে হবে। মোট স্টলের সংখ্যা ৪৫০ এর বেশি হলে ন্যূনতম ৬টি সংরক্ষিত স্টল রাখতে হবে।
১৮.৩ | সার্বজনীনগম্য পার্কিং লটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত পার্কিং স্টল গুলোর অবস্থান, সংলগ্ন স্থাপনার সার্বজনীনগম্য প্রবেশ পথের যথা সম্ভব কাছে হতে হবে।
১৮.৪ | সার্বজনীনগম্য পার্কিং লটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত পার্কিং স্টল গুলোর অবস্থান, দিক নির্দেশক প্রতীক ও চিহ্ন দ্বারা চিহ্নিত থাকতে হবে এবং পার্কিং লটের সকল প্রবেশপথ ও চলাচলের দিক পরিবর্তনের স্থান থেকে চিহ্নগুলো সুস্পষ্টভাবে দৃশ্যমান হতে হবে।
১৮.৫ | সার্বজনীনগম্য পার্কিং লটে প্রতিবন্ধী ব্যক্তির জন্য সংরক্ষিত প্রতিটি স্টল মেঝেতে ও স্টলের সামনে বসানো সাইনবোর্ডে অঙ্কিত সার্বজনীনগম্যতার প্রতীক দ্বারা স্পষ্টভাবে চিহ্নিত থাকতে হবে। মেঝেতে অবস্থিত সার্বজনীনগম্যতার প্রতীকটির দৈর্ঘ্য ও প্রস্থ ১০০০ মিলিমিটার থেকে ১৫০০ মিলিমিটার (প্রায় ৪০ ইঞ্চি থেকে ৬০ ইঞ্চি) এর মধ্যে হতে হবে এবং প্রতিটি স্টলের মেঝের মাঝখানে, পারিপার্শ্বিকের সাপেক্ষে আলাদা করে বোঝা যায় এমন রঙ দ্বারা অঙ্কিত থাকতে হবে।
১৮.৬ | প্রতিবন্ধী ব্যক্তির জন্য সংরক্ষিত পার্কিং স্টলের দৈর্ঘ্য ন্যূনতম ৪৮০০ মিলিমিটার (প্রায় ১৬ ফিট) এবং প্রস্থ ন্যূনতম ৩২০০ মিলিমিটার (প্রায় ১০.৫ ফিট) হতে হবে।
১৮.৭ | সার্বজনীনগম্য পার্কিং লটে প্রতিবন্ধী ব্যক্তির জন্য সংরক্ষিত প্রতিটি পার্কিং স্টলের পাশে, স্টলের সম্পূর্ণ দৈর্ঘ্য জুড়ে, ন্যূনতম ১৫০০ মিলিমিটার (প্রায় ৫ ফিট) প্রশস্ত চলাচলের পথ রাখতে হবে যা কার্ব র্যাম্পের মাধ্যমে সংলগ্ন ফুটপাথ জাতীয় সার্বজনীনগম্য চলাচলের পথের সাথে সংযুক্ত থাকবে।
চিত্র ১৮.১ সার্বজনীনগম্য পার্কিং স্টল
১৮.৮ | সার্বজনীনগম্য পার্কিং লটে প্রতিবন্ধী ব্যক্তির জন্য সংরক্ষিত পার্কিং স্টল সমূহের মেঝে দৃঢ়, অপিচ্ছিল এবং সমতল হতে হবে।
১৮.৯ | সার্বজনীনগম্য পার্কিং লটে প্রতিবন্ধী ব্যক্তির জন্য সংরক্ষিত পার্কিং স্টল সমূহ ছাউনিযুক্ত হলে তা অধিক গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
১৮.১০ | সার্বজনীনগম্য পার্কিং লটে প্রতিবন্ধী ব্যক্তির জন্য সংরক্ষিত পার্কিং স্টল সমূহে প্রতিবন্ধী ব্যক্তি ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য যানবাহন রাখা যাবে না।