top of page

৩. আর্গোনোমিক্স

৩.১ | সার্বজনীনগম্য স্থাপনার সার্বজনীনগম্য অংশে কোনও বাধা বা বস্তুর প্রতি সম্মুখ অভিগমনের প্রয়োজন হলে, বাধা বা বস্তু সংলগ্নে একজন হুইলচেয়ার ব্যবহারকারীর জন্য ন্যূনতম ১২০০ মিলিমিটার (প্রায় ৪ ফিট) দৈর্ঘ্য এবং বাধা বা বস্তুর সমান্তরালে ন্যূনতম ৯০০ মিলিমিটার (প্রায় ৩ ফিট) প্রস্থ বিশিষ্ট একটি বাধামুক্ত স্থান নিশ্চিত করতে হবে।

 

৩.২ | সার্বজনীনগম্য স্থাপনার সার্বজনীনগম্য অংশে কোনও বাধা বা বস্তুর প্রতি পার্শ্ব অভিগমনের প্রয়োজন হলে, বাধা বা বস্তু সংলগ্নে একজন হুইলচেয়ার ব্যবহারকারীর জন্য ন্যূনতম ৯০০ মিলিমিটার (প্রায় ৩ ফিট) প্রস্থ এবং বাধা বা বস্তুর সমান্তরালে ন্যূনতম ১২০০ মিলিমিটার (প্রায় ৪ ফিট) দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাধামুক্ত স্থান নিশ্চিত করতে হবে।

 

৩.৩ | সার্বজনীনগম্য স্থাপনার সার্বজনীনগম্য অংশে কোনও বাধা বা বস্তুর প্রতি সম্মুখ ও পার্শ্ব, উভয় প্রকার অভিগমনের প্রয়োজন হলে, একজন হুইলচেয়ার ব্যবহারকারীর জন্য বাধা বা বস্তু সংলগ্নে ন্যূনতম ১২০০ মিলিমিটার (প্রায় ৪ ফিট) দৈর্ঘ্য ও ১২০০ মিলিমিটার (প্রায় ৪ ফিট) প্রস্থ বিশিষ্ট একটি বাধামুক্ত স্থান নিশ্চিত করতে হবে।

চিত্র ৩.১ হুইলচেয়ার ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় স্থান

চিত্র ৩.১ হুইলচেয়ার ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় স্থান

৩.৪ | সার্বজনীনগম্য স্থাপনার কোনও সার্বজনীনগম্য অংশে শুধুমাত্র একজন হুইলচেয়ার ব্যবহারকারীর চলাচলের প্রয়োজন হলে ন্যূনতম ৯০০ মিলিমিটার (প্রায় ৩ ফিট), একজন হুইলচেয়ার ব্যবহারকারীর পাশাপাশি একজন ব্যক্তির হেঁটে যাওয়ার প্রয়োজন হলে ন্যূনতম ১২০০ মিলিমিটার (প্রায় ৪ ফিট), এবং দুইজন হুইলচেয়ার ব্যবহারকারীর পাশাপাশি চলাচলের প্রয়োজন হলে ন্যূনতম ১৮০০ মিলিমিটার (প্রায় ৬ ফিট) প্রশস্ত বাধামুক্ত স্থান দিতে হবে।

 

৩.৫ | সার্বজনীনগম্য স্থাপনার সার্বজনীনগম্য অংশের কোনও স্থানে হস্তচালিত হুইলচেয়ার ঘোরানোর প্রয়োজন হলে, স্থানটির ন্যূনতম বাধামুক্ত দৈর্ঘ্য ১৫০০ মিলিমিটার (প্রায় ৫ ফিট) ও প্রস্থ ১৫০০ মিলিমিটার (প্রায় ৫ ফিট) হতে হবে। বিদ্যুৎচালিত হুইলচেয়ার এর জন্য বাধামুক্ত স্থানটির ন্যূনতম দৈর্ঘ্য ২২৫০ মিলিমিটার (প্রায় ৭.৫ ফিট) ও প্রস্থ ২২৫০ মিলিমিটার (প্রায় ৭.৫ ফিট) হবে।

চিত্র ৩.২ হুইলচেয়ার ব্যবহারকারীর চলাচলের জন্য প্রয়োজনীয় ন্যূনতম বাধামুক্ত প্রস্থ

Asset 14_600x.png

৩.৬ | সার্বজনীনগম্য স্থাপনার সকল সার্বজনীনগম্য অংশের বাধামুক্ত উচ্চতা ২০০০ মিলিমিটার (প্রায় ৮০ ইঞ্চি) এর চাইতে কম হতে পারবে না।

bottom of page